রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


২ কোটি টাকার গাড়ি হেলিকপ্টার থেকে ফেলে দিলেন!


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৯ ২১:০৬

আপডেট:
২৪ ডিসেম্বর ২০১৯ ২১:০৮

ছবি: সংগৃহীত

ইউটিউবে ৭ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন রাশিয়ার এক ব্লগার। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, গাড়িটি প্রায়ই নষ্ট হয়ে যায় এবং বারবার গ্যারেজে নিয়ে যেতে যেতে তিনি বিরক্ত। এর অনেক পার্টসের ওয়ারেন্টিও শেষ হয়ে গেছে। তাই বিরক্ত হয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

ব্যাপারটি অবাক করার মতো হলেও রাশিয়ার এক ব্লগার এমন কাণ্ড ঘটিয়েছেন। হেলিকপ্টারে এক হাজার ফুট উঁচুতে উঠে ফেলে দিয়েছেন মার্সিডিজ এএমজি জি ৬৩ মডেলের একটি গাড়ি। গাড়িটি সম্পূর্ণ নষ্ট করে ফেলার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছেন।

ওই ব্যক্তির নাম আইগর মরোজ বলে জানা গেছে। ২০১৮ সালে ২ লাখ ৭০ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় ২ কোটি ২৮ লাখ) তিনি গাড়িটি কিনেছিলেন।

অবশ্য গাড়িটির কোম্পানি মরোজের এই দাবি মানতে নারাজ। তাদের বলছেন, আসলে গাড়িটির কোনো সমস্যাই ছিল না। বন্ধুর সঙ্গে বাজি ধরে মরোজ এমন কাণ্ড ঘটিয়েছেন।


এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৮৫ বিএইচপি শক্তিসম্পন্ন মার্সিডিজ এএমজি জি৬৩ মডেলের গাড়ি স্টার্ট দেয়ার ৪.৫ সেকেন্ডের মধ্যেই গতি ১০০-তে পৌঁছে যায়। এটি ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top