রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বৃদ্ধা মাকে জীবন্ত পুঁতে রাখল ছেলে, ৩ দিন পর উদ্ধার


প্রকাশিত:
৮ মে ২০২০ ০৩:১৩

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:৪১

সংগৃহীত

চীনের শানকি প্রদেশে ৭৯ বছরের এক প্রতিবন্ধী বৃদ্ধাকে জীবন্ত পুঁতে রেখেছিলেন তার নিজের ছেলে! কিন্তু তিনদিন ধরে গর্তে আটকে থাকার পরেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি। পরে তাকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

এমনটাই জানিয়েছে প্রদেশটির স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনার পর বৃদ্ধার ছেলে মাও'কে আটক করেছে পুলিশ। এই বৃদ্ধার নিখোঁজ হওয়ার খবরটি উত্তর-পশ্চিমাঞ্চলের চীনের শানকি প্রদেশ পুলিশের কাছে জানান তার ছেলের বউ। পরে মঙ্গলবার পুলিশ তাকে জীবন্ত উদ্ধার করে।

তাকে হত্যাচেষ্টার মামলা দেওয়া হয়েছে।এর আগে মঙ্গলবার সকালে শানকি প্রদেশের জিংবিয়ান কাউন্টি থেকে স্থানীয় পুলিশ ওয়াং নামের ওই বৃদ্ধার নিখোঁজের খবর পায়। তার পুত্রবধূ পুলিশে এই খবর দেন।

তিনি জানান, রোববার রাত ৮টার দিকে তার ছেলে ওয়াংকে নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। এরপর পুলিশ দ্রুতই মাওকে তলব করে। তারপর ওই বৃদ্ধার ছেলেই মাকে জীবন্ত পুঁতে ফেলার কথা স্বীকার করে।

মাওর কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা নারীকে জীবন্ত উদ্ধার করে পুলিশ। অলৌকিকভাবে পক্ষাঘাতগ্রস্ত ওই নারী তিনদিন ধরে কোনো খাবার বা পানি ছাড়াই বেঁচে ছিলেন। তবে মাও কেন এই নৃশংসতা চালিয়েছিল তা এখনো জানা যায়নি।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top