রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


করোনা কেড়ে নিল জাপানের কুস্তিগীর কুস্তিগীর প্রাণ


প্রকাশিত:
১৪ মে ২০২০ ২১:০২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:৪৭

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে জাপানের সুমো কুস্তিগীর ২৮ বছর বয়সী শেবুশির মৃত্যু হয়েছে। প্রায় একমাস করোনার সঙ্গে লড়াইয়ের পর মারা যান তিনি।

এক বিবৃতিতে জাপান সুমো অ্যাসোসিয়েশন জানায়, এপ্রিলের প্রথম সপ্তাহে জ্বরে আক্রান্ত হন শেবুশি। তখন স্থানীয় স্বাস্থ্য কর্মীদের ফোন দিলেও ফোনের লাইন ব্যস্ত থাকায় যোগাযোগ করতে পারেননি তিনি। পরে একাধিক হাসপাতালে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৮ এপ্রিল টোকিও জেনারেল হাসপাতালে যান শোবুশি। সেখানে করোনা পরীক্ষার পর প্রথমে ফল নেগেটিভ আসলেও দুদিন পরের টেস্টে পজেটিভ হন শেবুশি।

করোনায় আক্রান্ত হয়ে জাপানে সুমো রেসলারের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। তবে একাধিক সুমো খেলোয়াড়সহ কোচ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

 

 আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top