রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ফিলিস্তিনের ইসলামিক জিহাদ নেতার মৃত্যু


প্রকাশিত:
৭ জুন ২০২০ ১৯:০৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০০:০৮

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সাবেক নেতা রামাদান সালাহ অসুস্থ হওয়ার পর মৃত্যুবরণ করেছেন।


শনিবার আল মানার টেলিভিশনের খবরে এমন তথ্য জানা গেছে।

১৯৯৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইসলামিক জিহাদের মহাসচিবের দায়িত্ব পালন করেন ৬২ বছর বয়সী সাল্লাহ।

তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন, তা জানা সম্ভব হয়নি।

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন চালিয়ে আসা ইসলামিক জিহাদকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে।

এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, সাল্লাহর মৃত্যুকে আমার মহান জাতীয় ব্যক্তিত্বকে হারালাম।

১৯৫৮ সালে মিসরে জন্মগ্রহণ করেন সাল্লাহ। তিনি লেখাপড়া করেছেন মিসরে। আর ব্রিটেন থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৯৫ সালে ফাতিহ শিকাকিকে হত্যার পর তিনি ইসলামিক জিহাদের প্রধানের দায়িত্ব পেয়েছিলেন।

 

আরপি/এমএএইচ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top