রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


একযোগে ইরাকের ৮০ স্থানে বিমান হামলা চালাল তুরস্ক


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ১৭:২৪

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:১৩

প্রতিকী ছবি

ইরাকের পিকেকের আস্তানায় এবার হামলা চালিয়েছে তুরস্ক। ২০১৫ থেকে চলে আসা সংঘাতের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়। তবে এবার একটি দুটি নয় মোট ৮০টিরও বেশি কুর্দি লক্ষ্যবস্তুতে আঘাত আনে তুরস্কের জঙ্গী বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ হামলার কথা জানিয়েছে।

এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অপারেশন ক্ল-ঈগল নামে ইরাকের উত্তরাঞ্চলের সন্দেহভাজন কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়।

তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গি বিমানগুলো উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করে।

এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার পোস্টে বলা হয়েছে, অপারেশন ‘ক্ল-ঈগল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে।

 

আরপি/এমএএইচ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top