রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


তুরস্কে এরদোয়ানের সঙ্গে রুহানির রূদ্ধদ্বার বৈঠক


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১২

আপডেট:
১৩ মে ২০২৫ ০৩:০২

 

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে রূদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার আগে সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শান্তিপূর্ণ উপায়ে সিরিয়ার মানবিক সংকট নিরসনের লক্ষ্যে ইরান, রাশিয়া এবং তুরস্ক এই বৈঠকে বসছে। তার আগে ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রুদ্ধদ্বার এ বৈঠক করলেন।

ইরানের বার্তা সংস্থা ইরনা বলছে, দুই প্রেসিডেন্ট পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ইরান এবং তুরস্কের যৌথ কমিশন আগামী কয়েকদিনের মধ্যে পরবর্তী বৈঠকে বসবে। তার আগে হাসান রুহানি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করলেন।

রোববার রাতে ইরানি প্রেসিডেন্ট তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছান। প্রেসিডেন্ট এরদোয়ানের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন। আঙ্কারায় পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন এ দুই নেতা।

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top