রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


একমাসে দ্বিগুণ সংক্রমণ !


প্রকাশিত:
১৭ জুলাই ২০২০ ১৬:১১

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৫:০১

ছবি: সংগৃহিত

ব্রাজিলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনওভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। এর মধ্যে এক মাসের ভেতরে দেশটিতে সংক্রমণের মাত্রা বেড়ে হয়েছে দ্বিগুণ। আলজাজিরা জানায়, লাতিন আমেরিকার দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।


ব্রাজিল কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ২০ লাখ ১২ হাজার ১৫১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭৬ হাজার ৬৮৮ জন।

মাত্র ২৭ দিনে আক্রান্তের সংখ্যা ১০ লাখ থেকে ২০ লাখে পৌঁছে যায়। গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত আক্রান্তের ঘটনা ঘটেছে।

ব্রাজিলের করোনা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞরা দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো দায়ী করেছেন।সেইসঙ্গে করোনা মোকাবিলায় জাতীয় ও আঞ্চলিক সরকারের সমন্বয়হীনতাও দেখছেন।

শুরু থেকেই করোনাভাইরাসকে পাত্তা দিতে চাননি দেশটির দায়িত্বশীলরা। ভাইরাসটি নিয়ন্ত্রণে তার সঙ্গে মতবিরোধে দায়িত্ব ছাড়েন দুইজন স্বাস্থ্যমন্ত্রীও।

লকডাউন জারি করা নিয়ে আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে বিরোধ তৈরি হয়। নিজেই লকডাউনবিরোধী মিছিলের নেতৃত্ব দেন ব্রাজিলের প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে আছেন।

 

 

আরপি / এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top