রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সুদানের সাবেক প্রধানমন্ত্রী মাহদির পরলোকগমন


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২০ ১৮:১৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৬

ফাইল ছবি

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মাহদির জাতীয় উম্মা পার্টি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে তিন সপ্তাহ ধরে হাসপাতালে থাকার পর মাহদি মারা যান। গত মাসেই তার করোনার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছিল।

সুদানের ওমদুরমান শহরে শুক্রবার তাকে সমাহিত করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

১৯৮৯ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরই ক্ষমতা দখল করেন সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার।

টানা প্রায় ৩ দশক ক্ষমতায় থাকার পর গেল বছর আল বাশারও অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার এই পালাবদলে দেশটিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মাহদি। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top