রাজশাহী শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


বিমান ভেঙে পড়ল বাড়ির উপরে , নিহত ৩


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২১ ১৬:৫৬

আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৮:২৫

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ডেট্রয়েট শহরের বাইরে ওই দুর্ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে যে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বিমানের পাইলট এবং বাকি দু'জন যাত্রী। কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বিমানটি যে বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে সেই বাড়ির সবাই সৌভাগ্যক্রমে বেঁচে আছেন। তারা নিরাপদেই বাড়ি থেকে বের হতে পেরেছেন। তবে বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই বাড়িটি ডেট্রয়েট থেকে ৪০ মাইল দূরের লিয়ন টাউনশিপে অবস্থিত। ওই বাড়ির এক নারী জানান, দুর্ঘটনার সময় বাড়ির লোকজন ভেতরেই ছিল। তিনি জানান, তারা লিভিংরুমে বসে কোন মুভি দেখবেন তা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিছু সময় পর তারা অন্য একটি রুমে চলে যান। ঠিক সে সময়ই বিমানটি লিভিংরুমের ওপর বিধ্বস্ত হয়।

যদি সে সময় তারা লিভিংরুমেই থাকতেন তবে ঘটনা হয়তো ভিন্ন হতো। বাবা-মা এবং তাদের তিন সন্তানকেও হয়তো প্রাণ হারাতে হতো। তবে দুর্ঘটনায় ওই পরিবারটির একটি বিড়ালের মৃত্যু হয়েছ।

 

 

আরপি/ আইএইচ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top