রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


অর্থনীতিতে যৌথ নোবেল পুরষ্কার পেলেন বাঙালি


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ০৯:১৭

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:১৫

বিশ্বে দারিদ্র্য বিমোচনে উন্নয়ন অর্থনীতির গবেষণার ধরণ বদলে দিয়ে যৌথ নোবেল পুরষ্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অর্থনীতিবিদসহ ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ।

সোমবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস চলতি বছরে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। তারা হলেন, এস্তার ডুফলো,  অভিজিৎ ব্যানার্জি ও মাইকেল ক্রেমার।

ভারতীয় বংশোদ্ভূত ৫৮বছর বয়সী মার্কিন নাগরিক অভিজিৎ ব্যানার্জি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এর অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অন্য দু’জন হলেন এমআইটির অধ্যাপক ফরাসী বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইসথার ডাফলোও এবং হার্ভার্ড বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ক্রেমার।

নোবেল পুরস্কারের ৯০লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

 

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top