রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


করোনা ভাইরাস: মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা


প্রকাশিত:
২০ মার্চ ২০২০ ১৬:৩৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:২৭

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে বাঁচতে আমরা নানা ধরনের সাবধানতা অবলম্বন করছি। বিশেষভাবে নজর দিচ্ছি হাত পরিষ্কারের। তবে আমাদের হাতে যে সারাক্ষণই প্রায় প্রিয় মোবাইল ফোনটি থাকে এটি পরিষ্কার রাখছি তো?

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, করোনাভাইরাসকে ঠেকাতে নজর দিতে হবে নিজের মোবাইল ফোনটির দিকেও। তবে মোবাইল থেকে সরাসরি করোনা ছড়ায় না।

হাত ধোওয়ার মতো বারবার নিয়ম করে মোবাইল ফোনটিও পরিষ্কার করুন। স্মার্টফোন পরিষ্কার করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন:

1. ফোনের সুইচ অফ করে নেবেন

2.চার্জার ও ইয়ারফোন খুলে ফোন পরিষ্কার করুন

3.স্ক্রিন কভার ও ব্যাক কভার খুলে ফোন পরিষ্কার করা করতে হবে

4.ক্লিনিং এজেন্ট সরাসরি ফোনের ওপর স্প্রে করবেন না। নরম পরিষ্কার কাপড়ে অল্প পরিমাণে নিয়ে ফোন পরিষ্কার করুন

5.ফোন পরিষ্কার করার পরে শুকালেই সুইচ অন করুন।

ফোন সবার হাতে দেবেন না। কারো হাত থেকেও জীবাণু ফোনের মাধ্যমে আপনার ত্বকে সংক্রমিত হতে পারে।

বিশেষজ্ঞের পরামর্শ মতো দশ থেকে কুড়ি মিনিট পরপর হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিন। মূলত হাঁচি-কাশির মাধ্যমে করোনা মাধ্যমে ছড়ায়। হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করুন।

জ্বর- হাঁচি-কাশি হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top