রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


যেভাবে তৈরি করবেন সুইট চিলি সস


প্রকাশিত:
২৪ জুন ২০২০ ০৪:২৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২৩:০৯

ছবি: সংগৃহীত

নানারকম খাবারের স্বাদ মুহূর্তেই বাড়িয়ে দিতে পারে চিলি সস। কিন্তু দোকান থেকে কিনে না এনে ঘরেই তৈরি করা যায় এটি। এই চিলি সস তৈরিতে খুব বেশি উপকরণ বা সময় প্রয়োজন নেই। চলুন জেনে নেয়া যাক-

উপকরণ-


পাকা মরিচ- ৫টি
সিরকা বা সাদা ভিনেগার- ১/৩ কাপ
লবণ- সামান্য
চিনি- ১/২ কাপ
রসুন- ৩ কোঁয়া
কর্ন ফ্লাওয়ার- ১টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া- ১/২ চা চামচ।

প্রণালি:

প্রথমে সিরকার সাথে প্রয়োজনমতো পানি মিশিয়ে নিন যাতে এর পরিমাণ এককাপ হয়। এবার এতে চিনি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। রসুন ও মরিচগুলো টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। চাইলে পাটাতে ভালো করে থেঁতলেও নিতে পারেন। এবার এটি সিরকার মিশ্রণে দিয়ে দিন ও ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই রসুনের খুব সুন্দর একটি ঘ্রাণ পাবেন। আঁচ কমিয়ে জ্বাল দিন।

একটি ছোট বাটিতে দুই টেবিল চামচ পানি দিয়ে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে নিন। তারপর গোলানো কর্ন ফ্লাওয়ার সসের মধ্যে ঢেলে দিন। এতেই সস আঠালো হয়ে যাবে। এরপর অল্প লবণ ও গোলমরিচের গুঁড়া যোগ করে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করুন যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়। বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সস ঘন ও স্বচ্ছ হয়ে আসলে চুলা বন্ধ করে দিন। এবার সুইট চিলি সস ঠান্ডা করে নিন এবং বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top