রাজশাহী শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫, ২৬শে আশ্বিন ১৪৩২


সুস্বাদু সবজির আচার যেভাবে বানাবেন


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ২২:৪৮

আপডেট:
১০ অক্টোবর ২০২৫ ১০:২৩

ছবি: সংগৃহীত

খাবারের স্বাদ বাড়াতে ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন মুখরোচক সবজির আচার। এটি বানানো ভীষণ সহজ। জেনে নিন রেসিপি।

উপকরণ
লম্বা করে কাটা গাজর- দেড় কাপ
ক্যাপসিকাম কুচি- ১ কাপ
সরিষার তেল- ৪ চা চামচ
কালো জিরা- ১ চা চামচ
রাই সরিসা- ২ টেবিল চামচ
হিং- ১/৪ টেবিল চামচ
মেথি- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ


প্রস্তুত প্রণালি

সব মসলা একসঙ্গে আধভাঙা করে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। গাজর ও ক্যাপসিকাম কুচির সঙ্গে ভালো করে মেখে নিন মসলা। তেল গরম করে হয়ে গেলে গাজর-ক্যাপসিকামের মিশ্রণে ঢেলে মাখিয়ে নিন। এবার চুলায় চাপিয়ে মিনিট দুয়েক রান্না করুন। তেল ভেসে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। মুখবন্ধ বয়ামে ফ্রিজে রেখে দিন সবজির আচার। পরিবেশন করুন রুটি, ভাত কিংবা খিচুড়ির সঙ্গে।

 

আরপি/টিএস-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top