রাজশাহী শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫, ২৫শে আশ্বিন ১৪৩২


খেজুর রসের সুস্বাদু বিবিখানা পিঠার রেসিপি


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২০ ১৮:২১

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২০ ১৮:২৪

ছবি: সংগৃহীত

শীতে খেঁজুরের রসের কদর বেড়ে যায়। নানাভাবে এই রস খাওয়া যায়। এই রস দিয়ে তৈরি হয়ে থাকে সুস্বাদু বাহারি পিঠা।

খেঁজুরের রসের দুধ চিতই, পায়েস হয়তো খেয়ে থাকবেন আপনিও। তবে বিবিখানা পিঠার স্বাদও কিন্তু ভোলার নয়।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন বিবিখানা পিঠা-

উপকরণ

চালের গুঁড়া দেড় কাপ, খেজুরের ঘন রস ১ কাপ, ডিম ১টা, লবণ সামান্য, দুধ ২ টেবিল চামচ, ঘি ১ চা-চামচ।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ একসঙ্গে মেখে ব্যাটারের মতো বানিয়ে নিন। এরপর কড়াইতে তেল অথবা ঘি মেখে তাতে এ ব্যাটার ছড়িয়ে চুলায় প্রথমে মাঝারি আঁচে ২-৩ মিনিট রাখতে হবে।

এর পর অল্প আঁচে রাখতে হবে। টুথপিক অথবা চিকন কাঠি দিয়ে মাঝখানে ঢুকিয়ে দেখতে হবে। টুথপিকে কিছু লেগে না এলে বুঝতে হবে পিঠা হয়ে গেছে। ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।

 

আরপি/টিএস-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top