রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২১ ০০:১৪

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:৩২

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বাবুল আক্তার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বোদলা গ্রামে এঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের শফির উদ্দীনের ছেলে।

নিহত বাবুলের শ্যালক রুবেল হোসেন জানান, বাড়ীর পশ্চিম পাশে সরকারী খাসপুকুর পুণ:খনন কাজ চলছে। বৃষ্টির জমে থাকা পানি সেচ দিয়ে তুলে ফেলার জন্য বাবুল বিদ্যুৎ চালিত মোটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিল। দুপুরে হঠাৎ করেই বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হলে গুরুত্ব আহত হয়। আহত অবস্থায় রাণীনগর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহতের খবর শুনেছি। তবে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top