রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ধামইরহাটে মাদকদ্রব্যসহ চোরাকারবারী আটক


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ০৮:১২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:২২

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকদ্রব্যসহ হারুন নামের এক চোরকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত চোরাকারবারী জয়পুরহাট সদর থানার আটঠোকরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আটককৃতকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান বলেন, গত শনিবার দিবাগত রাতে উপজেলার ভূটিয়াপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো.আক্কাস আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা ধলাহার গ্রামে অভিযান চালায়।

অভিযানে ২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১৫০ সিসি পালসার মোটর সাইকেল (বগুড়া-ল-১২-৩৬২১)সহ মো.হারুন মিয়া (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করে।

 

আরপি/এমএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top