রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নওগাঁয় ৬০ বিঘা জমির আমগাছ কেটে ফেললো দুর্বৃত্তরা


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ০৪:৪৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০০:৩৭

ছবি: কর্তন করা  আমগাছ

নওগাঁর সাপাহারে ৬০ বিঘা জমির উপর রোপিত আট হাজার আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে বাগান মালিকদের দাবি প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে মাঠে ১২ জন ব্যক্তি মিলে ৬০ বিঘা জমিতে আট হাজার আমগাছের বাগান তৈরি করেন। সকালে বাগানের মালিকরা জমিতে গিয়ে গাছকাটার দৃশ্য দেখে বিষয়টি প্রশাসনকে জানায়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। কে বা কারা এসব গাছ কেটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top