রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


রাণীনগরে ছিনতাই ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২১ ০৫:৫৬

আপডেট:
১৩ মে ২০২৫ ১১:৩৪

ছবি: ছিনতাই ও মাদক মামলার আসামী রুবেল

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক মামলার পলাতক আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানাপুলিশ জানায়, একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম সোমবার রাতে উপজেলার গুয়াতা গ্রামে অভিযান চালিয়ে রুবেল হোসেন (২৩) কে গ্রেফতার করে। রুবেল ওই গ্রামের সাইফুল ইসলাম মিন্টুর ছেলে।

অপর দিকে একই রাতে এসআই ফিরোজ হোসেন উপজেলার এনায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে মারপিট মামলার আসামী মিলন মিয়া(৩৫)কে গ্রেফতার করে। মিলন ওই গ্রামের ইয়ার আলীর ছেলে।

রাণীনগর থানার ওসি মো. শাহিন আকন্দ বলেন,গ্রেফতার রুবেলের বিরুদ্ধে নাটোরের সিংড়া থানার দ্রুত বিচার আইনে ছিনতাই মামলার একাধীক এবং রাণীনগর থানার একটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল।গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরপি/ এমএএইচ-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top