রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২২ ০৩:৫১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩৭

ফাইল ছবি

নওগাঁর সাপাহারে হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মকবুল হোসেন ওরুফে সানাউল্লাহ (৩০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৬ নং পিলারের ১ এস (মেইন পিলার) এর কাছে এ ঘটনা ঘটে। মকবুল হোসেনের বাড়ি উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মকবুল হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ীর হাঁপানিয়া সীমান্তের কৃষ্ণসদা এলাকা দিয়ে ভারতে গরু নিতে যায়। তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ’র টহলরত জোয়ানা টের পেয়ে তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে।

অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের ২০০ গজ অভ্যন্তরে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহটি ভারতীয় কাঁটা তারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে পড়ে থাকতে দেখা যায়।

১৬-বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top