রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রাণীনগরে ৫ম শ্রেনীর ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ


প্রকাশিত:
২ জুলাই ২০২২ ০৪:২৮

আপডেট:
৩ জুলাই ২০২২ ০২:২৭

প্রতীকী ছবি

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৫ম শ্রেনীর ছাত্রী (১৩)কে গেঞ্জি দিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে ।

এঘটনায় শুক্রবার দুপুরে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তবে আসামী পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানাগেছে,গত বুধবার দুপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুল পড়ুয়া ৫ম শ্রেনীর ছাত্রী পুকুর থেকে হাঁস নিয়ে বাড়ী ফিরছিল। এসময় উপজেলার কাশিমপুর চারা পাড়া গ্রামের হানিফ হোসেনের ছেলে সোহেল রানা(৩৭) কৌশলে কিশোরী মেয়েকে বাড়ীতে ডেকে নিয়ে যায়। এর পর ঘরের মধ্যে নিয়ে সোহেল রানা তার পড়নের গেঞ্জি খুলে স্কুল ছাত্রীর মূখ বেঁধে জোর র্পূবক ধর্ষণ করে।

এঘটনা বাড়ীতে এসে জানালে শুক্রবার দুপুরে মেয়ের বাবা বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে ভিকটিমকে মেডিক্যাল চেকআপের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top