রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২২ ০৩:২৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:১৫

সংগৃহিত

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে রনি মৃধা (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার সকালে নিজ বাড়ীতে কাজ করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায় রনি। রনি উপজেলার বিলকৃষ্ণপুর ধোপা পাড়া গ্রামের খলিলুর রহমান মৃধার ছেলে।

রোববরার সকাল অনুমান সাড়ে ৭টা নাগাদ নিজ ঘরের দরজার কাজ করছিল রনি। এসময় কাজের জায়গায় অন্ধকার হওয়ায় আলো জালাতে ঘরের মধ্য থেকে বিদ্যুতের তার টানতে গিয়ে স্পৃষ্ট হয়। প্রতিবেশির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষনা করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

আরপি/ এসএইচ ০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top