রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রূপসী নওগাঁর পক্ষ হতে কোরআন শরীফ বিতরণ


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০৩:৪১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:৫৫

ছবি: প্রতিনিধি

স্বেচ্ছাসেবী সংগঠন 'রূপসী নওগাঁ'র পক্ষ হতে নওগাঁর আত্রাই উপজেলার শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজখানায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসা চত্বরে মাদ্রাসা ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।

জানা গেছে, যুবকদের উদ্যোগে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন 'রূপসী নওগাঁ' ছয় বছর ধরে নওগাঁ জেলায় সামাজিক বিভিন্ন কাজ করে আসছে। সদস্য ও শুভাকাক্সক্ষীদের আর্থিক সহায়তা নিয়ে অনেক হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় মাদ্রাসার হেফজখানা ছাত্রদের জন্য কোরআন শরীফ বিতরণের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ডা. খালেদ বিন ফিরোজ বলেন, সামাজিক ভালো কাজের ধারাবাহিকতা অনুযায়ী আমরা গ্রাম পর্যায়ের এতিমখানা ও মাদরাসাগুলোর হেফজখানায় ছাত্রদের কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। চাহিদা অনুসারে জেলার প্রতিটা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের হাতে আমরা কোরআন শরীফ তুলে দেওয়ার চেষ্টা করব, ইনশা আল্লাহ।

শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কোরআন বিতরণী অনুষ্ঠানে রূপসী নওগাঁ সংগঠনের প্রচার সম্পাদক মোস্তফা জামাল, কার্য নির্বাহী সদস্য হাফেজ জহুরুল ইসলাম, হাফেজ জোবায়ের, হাফেজ আবু বক্কর সিদ্দিক সহ মাদ্রাসার শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

rp/sad-1



আপনার মূল্যবান মতামত দিন:

Top