রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নওগাঁয় বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২০ ০৬:৫৮

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:০০

ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক খামারির ৭টি গরু মারা গেছে।

গরুর মালিক আফজাল হোসেন বলেন, বেশ কিছুদিন আগে ১৫টি গরু কিনে বাড়িতেই খামার করেছিলাম। আজ দুপুরে গরুগুলোকে খইল ভেজানো পানি খাওয়ানো হয়েছিল। পানি খাওয়ার কিছুক্ষণ পর গরুগুলো কাঁপতে শুরু করে। এরপর ২০ মিনিটের মধ্যেই একে একে ৭টি গরু মারা যায়।

তিনি আরও বলেন, আমাদের ধারণা আগে থেকে কেউ ওই খইল ভেজানো পানিতে বিষ মিশিয়ে রেখেছিল। ফলে পানি খাওয়ার পরই গরুগুলো মারা যায়। গরুগুলোর দাম প্রায় ৫ লাখ টাকা।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যদ্রব্যে বিষক্রিয়ার কারণেই গরুগুলো মারা গেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য খাবারগুলোর আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষা শেষে জানা যাবে কিভাবে গরুগুলোর মৃত্যু হয়েছে।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top