রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নওগাঁর

ধামইরহাটে যুবকের আত্মহত্যা


প্রকাশিত:
১২ মে ২০২০ ০২:৫১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৩৩

ছবি: প্রতীকী

নওগাঁর ধামইরহাটে পেয়ারা গাছে গলায় ফাঁশ দিয়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত জহুরুল ইসলাম ওই এলকার জামাল উদ্দিনের ছেলে। ১০ মে রাতে উপজেলার আড়ানগর ইউনিয়নের গোকুল গোয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, আড়ানগর ইউনিয়নের অন্তর্গত গোকুল এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. জহুরুল ইসলাম (৩৫) পেশায় একজন কৃষক। সে দির্ঘদীন পেটের ব্যাথা (লিভার) জনিত রোগে আক্রান্ত ছিলেন।

যুবক বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ না হওয়ায় হঠাৎ পেটের ব্যাথা সহ্য করতে না পেরে নিজ বাড়ির পেয়ারা গাছের ডালে রাত আনুমানিক ৩ টার দিকে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে।

মা সেহরী করতে উঠলে দেখেন তার ছেলের মৃতদেহ আঙিনায় পেয়ারা গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী লাশ উদ্ধার করে থানায় খবর দেয়। তবে পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মামলা হয়নি।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top