রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নওগাঁয় নতুন করে ২৪ জন করোনা আক্রান্ত


প্রকাশিত:
১২ জুন ২০২০ ২৩:৫২

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:৫৩

ফাইল ছবি


নওগাঁয় নতুন করে আরও ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৭ জন-এ। তবে সিভিলসার্জন অফিসের কন্ট্রোলরুম সুত্র জানিয়েছে পরীক্ষাগার থেকে কেবলমাত্র এই সংখ্যাটি জানানো হয়েছে কারও নাম পরিচয় জানানো হয় নি।
অপরদিকে জেলায় গত ২৪ ঘন্টায় ৮৬ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, রানীনগর উপজেলায় ৯ জন, আত্রাই উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ৯ জন, মান্দা উপজেলায় ৭ জন, বদলগাছি উপজেলায় ৭ জন, সাপাহার উপজেলায় ১১ জন এবং পোরশা উপজেলায় ৬ জন।
এই ২৪ ঘন্টায় জেলায় ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছন ১২৮৯ জন।
এ সময় সুস্থ্য হয়েছেন ৯ জন এবং এ পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ১২০ জন। মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ৩ জন।

 

আরপি/ এআর-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top