রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নওগাঁয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ২৩:১৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৩২

ছবি: নওগাঁয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

নওগাঁর পোরশার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে সুভাস রায় (৩৭) এক রাখালের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে সীমান্তের ২২৭ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সুভাস রায় উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নীতপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতের অভ্যন্তরে ৮/১০জন রাখাল গরু নিতে যায়। সোমবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে তাদের লক্ষ্য করে গুলি চালায় আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস। এছাড়া তার সহযোগীরা কে কোথায় আছে তা জানার চেষ্টা চলছে।

১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান বলেন, প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এছাড়া আরো কেউ আহত আছে কিনা তা খোঁজ নেয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

 

আরপি/আআ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top