রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


করোনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের মৃত্যু


প্রকাশিত:
৬ জুলাই ২০২০ ০৩:৩২

আপডেট:
১৩ মে ২০২৫ ১৬:২৪

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক কৃষিবিদ মো. আবুল কাশেম আজাদ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক কৃষিবিদ মো. আবুল কাশেম আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার সকাল সোয়া ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা মো. আবুল কাশেম আজাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি উপপরিচালক হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ায় কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, উপপরিচালক মো আবুল কাশেম আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, আবুল কাশেম আজাদ চাকুরিকালে অত্যন্ত সক্রিয়ভাবে তার দায়িত্ব পালন করে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। করোনার এ দুঃসময়েও তিনি কৃষির সেবায় কৃষকের পাশে থেকে কাজ করে গেছেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top