রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


আত্রাইয়ে সাংসদ ইসরাফিলের রোগ মুক্তি কামনায় দোয়া


প্রকাশিত:
২৩ জুলাই ২০২০ ০২:৪১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৯

দোয়া মাহফিল

নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলমের সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় আত্রাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোঃ ইসরাফিল আলম এমপি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সকাল দশটায় আত্রাই উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম কামাল উদ্দিন টগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উত্তাল মাহমুদের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকা আত্রাই উপজেলা প্রতিনিধি প্রভাষক রুহুল আমিন, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল জব্বার, সহ-সভাপতি প্রফেসর মোঃ আজহার আলী, সহ-সভাপতি রওশন আরা পারভীন শিলা, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মালেক, কোষাধক্ষ্য কাজী রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন মন্ডল, রেজাউল করিম, তানজিল আহমেদ সুমন, আতিকুর রহমান রিপন ও সোহেল রানা, জামিল হোসেন প্রমুখ।

উক্ত মিলাদ মাহফিলে আত্রাই রাণীনগরের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও আত্রাই মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষা সচিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল বাকি।

 

আরপি/আআ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top