রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২০ ০৫:৩৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৬

সারা দেশে ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাধারন ছাত্র পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

বিপ্লবী ছাত্রমৈত্রীর আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক শামীম আহসান, সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্টের শহর শাখার আহবায়ক মিজানুর রহমান, সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্টের শহর শাখার সদস্য রোকনুজ্জামান শিশির প্রমুখ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি জীবন সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বক্তারা বলেন করোনা ভাইরাসের মতো বাংলাদেশেও ধর্ষন মহামারি আকার ধারন করেছে। ধর্ষকদের দৃষ্টান্তর মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে পুলিশ বাহিনীর হামলার দৃষ্টান্তরমূলক শাস্তি দাবী করেন বক্তারা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top