রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বাংলাদেশের সঙ্গে সু-সম্পর্ক করতে চান বাইডেন


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২১ ০০:১৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:১০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে জো বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন গত ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুগভীর করতে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের পরিচয়পত্র প্রদানের প্রথাগত আনুষ্ঠানিক আয়োজন করেনি যুক্তরাষ্ট্র সরকার। পরিচয়পত্র গ্রহণের বিষয়টি ‘পেপার-বেইজড’ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়।

আরপি/ এসআই-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top