রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রিমান্ড শেষে কারাগারে হেফাজত নেতা মামুনুল


প্রকাশিত:
১০ মে ২০২১ ২২:২১

আপডেট:
১১ মে ২০২১ ০২:০৪

ছবি: সংগৃহীত

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার রিমান্ড শেষে মামুনুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৯ এপ্রিল ভাঙচুরের মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর ২৬ এপ্রিল ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় চার দিন এবং মোদি বিরোধী সহিংসতার ঘটনায় মতিঝিল থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৪ মে তৃতীয় দফায় পল্টন থানার পৃথক দুই মামলায় তার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top