রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ঈদের আগের দিনও দেশে করোনায় ২০০ মৃত্যু


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ২৩:১৩

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:১০

করোনায় মৃত্যু। ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার আগের দিনও দেশে করোনায় মারা গেছেন উল্লেখযোগ্য সংখ্যক। কমেনি আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top