রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাশিয়া সফরে নৌপ্রধান


প্রকাশিত:
২৪ জুলাই ২০২১ ০২:৫৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:০৬

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। ফাইল ছবি

রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল রাশিয়া গেছেন। শুক্রবার (২৩ জুলাই) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে তার রাষ্ট্রীয় এ সফর।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। রাশিয়া সফর কালে নৌপ্রধান ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন।

এ সময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আগামী ৩০ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top