রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


কর্নেল অব দি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট অভিষিক্ত হলেন সেনাপ্রধান


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২১ ২০:৩০

আপডেট:
৩ অক্টোবর ২০২১ ২১:১৩

ছবি: গার্ড অব অনার প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ষষ্ঠ ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী সেনানিবাসের শহিদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী এ অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সেনাবাহিনীর প্রধান সকাল পৌনে ১০ টায় প্যারেড স্কয়্যাডে পৌঁছালে তাকে অভিবাদন ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপরই জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টর ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেয়া হয়।

পরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘বীর গেšরব’ এ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সেনা প্রধান।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৬তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

 

আরপি/ এমআই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top