শুভ জন্মদিন নন্দিত কবি হেলাল হাফিজ

ফাইল ছবি
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে।
বাংলাদেশের একজন আধুনিক কবি হেলাল হাফিজের জন্মদিন আজ। ১৯৪৭ সালের এদিনে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন তিনি।
তার কবিতা সংকলন “যে জলে আগুন জ্বলে” ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ৩৩টিরও বেশি সংস্করণ হয়েছে।
২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ “কবিতা একাত্তর”। তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’;- এ কবিতার দুটি পঙ্ক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’।
তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
রাজশাহী পোস্টের পক্ষ থেকে গুণী এ ব্যক্তিত্বকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
আরপি/ এমএএইচ-০৫
বিষয়: কবি হেলাল হাফিজ জন্মদিন নন্দিত কবি
আপনার মূল্যবান মতামত দিন: