রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ডেসটিনির মানিলন্ডারিং মামলার রায় আজ


প্রকাশিত:
১২ মে ২০২২ ১৯:০৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২৩:৪৩

প্রতীকী ছবি

ডেসটিনি-২০০০ লিমিটেডের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের দুটি মামলার মধ্যে একটির রায় ঘোষণা করা হবে আজ।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ মামলার রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৭ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে এ মামলার রায়ের জন্য ১২ মে দিন নির্ধারণ করেন আদালত।

এ রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা আশা করছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তবে আসামিপক্ষ বলছে, দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাদের আশা তারা খালাস পাবেন।

এ দুটি মামলায় ২০১৪ সালের ৪ মে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ট্রি প্ল্যানটেশন মামলায় ১৯ জনকে আসামি করা হয়। ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ১৪ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন। যাদের মধ্যে রফিকুল আমীন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম গত দশ বছর ধরে কারাগারে আছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করে। সেখান থেকে আত্মসাৎ করা হয় ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা। যার কারণে ক্ষতির মুখে পড়েন সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী। এ ঘটনায় মামলা দায়ের করে দুদক।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top