রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বাইকের কাগজ দেখতে চাওয়ায় পুলিশের উপর হামলা, আহত চার


প্রকাশিত:
৮ জুন ২০২২ ০১:৪৮

আপডেট:
১৩ মে ২০২৫ ১১:৫৫

ফাইল ছবি

মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় রাজধানীর জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রমনা বিভাগের এডিসি গোবিন্দ চন্দ্র।

তিনি জানান, সকালে ইয়াসিন নামে এক যুবকের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় ট্রাফিক পুলিশ। এ নিয়ে ওই যুবকের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়।

পরে স্থানীয় কয়েকজন ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায়। হামলায় চার পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে উৎপল দত্ত অপু (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বেশি আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকি তিনজন সামান্য আহত হন।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top