রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


২০০ ছাড়লো সয়াবিনের লিটার


প্রকাশিত:
১০ জুন ২০২২ ০৮:৫০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২২:৩১

ফাইল ছবি

দেশে আরও এক দফায় বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। এতে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে হলো ২০৫ টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দফায় দাম বৃদ্ধির পর এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৮৫ টাকা। পাশাপাশি বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা। সেই সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম হবে সর্বোচ্চ ৯৯৭ টাকা হবে। এছাড়া এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা।

নির্ধারিত এই মূল্যের বেশিতে কোথাও তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top