রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


পুরির সাথে পেঁয়াজ চাওয়ায় মারধর, খুন করার হুমকি!


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ২০:৩৬

আপডেট:
১৩ মে ২০২৫ ০৯:১৫

ছবি: সংগৃহীত

পুরির সঙ্গে পেঁয়াজ চাওয়ায় এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গীতে। যুবককে মারধর ছাড়াও পরিবারকে খুন-জখমসহ যেকোনো ধরনের ক্ষতির হুমকি দেয় হোটেলের মালিক।

সোমবার (২৫ নভেম্বর) গাজীপুরা আজিজ সুপারমার্কেট এলাকায় এক খাবার হোটেলে কাজী শাওন নামের ওই যুবককে মারধর করা হয়। এর জেরে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শাওন গাজীপুরা আজিজ সুপারমার্কেটে একটি খাবার হোটেলে পুরি খাওয়ার জন্য যান। এ সময় হোটেলের মালিক মতিন তাকে পেঁয়াজ ছাড়া পুরি দেন। তখন পুরির সঙ্গে পেঁয়াজ চাইলে শাওনের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন তাকে উদ্দেশ্য করে গালাগাল এবং মারধর করেন। পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার পরিবারকে খুন-জখমসহ যেকোনো ধরনের ক্ষতির হুমকি দেয়া হয়।

এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top