রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


‘পয়লা বৈশাখে জঙ্গি হামলার হুমকি নেই’


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৩ ১৮:২৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:৪৬

ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখে নাশকতা সৃষ্টির উদ্দেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রমনার বটমূলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

র‌্যাব ডিজি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‌্যাবের কমান্ডো টিম প্রস্তুত রয়েছে।

জধনর‌্যাবের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে পূজা মণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ছাড়াও র‍্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top