রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


‘পর্যাপ্ত ফোর্স না থাকলে সমাবেশের অনুমতি নয়’


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩ ২৩:৪২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:৪১

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিআইপি চলাচল নিশ্চিত শেষে পর্যাপ্ত ফোর্স না থাকলে আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান তাজিয়া মিছিলের কারণে নিরাপত্তার হুমকি থাকতে পারে। সেটিও গুরুত্বপূর্ণ। এছাড়া শুক্রবার দুটি ভিভিআইপি মুভমেন্ট আছে। সব সরকারি ছুটির দিন এক নয়। আমরা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, ডিএমপির যদি পর্যাপ্ত ফোর্স থাকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাহলে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হবে, অন্যথায় নয়।’

এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top