রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


দেশের দু-এক জায়গায় হালকা বৃষ্টির আভাস


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৩ ১৭:২২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:০৬

ফাইল ছবি

দেশের তিন বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আপাতত রাতের তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। যা গতকাল ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: আক্রমণ হলে পাল্টা আক্রমণ, আর ছাড়বো না: কাদের

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার থেকে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আপাতত রাতের তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। আরও কিছুদিন পর রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে থাকবে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top