রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করলেন মা


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪ ১৭:৩২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:৪৩

ছবি: সংগৃহীত

খুলনায় দুই নবজাতককে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৪০) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ১৭ মাস বয়সি ছেলে ওমর।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের কোনো এক সময় নিজ বাড়িতে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পারিবারিক কলহের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডুমুরিয়া থানা ওসি সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top