রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বিজয় দিবসের বিরিয়ানি খেয়ে হাসপাতালে ভর্তি ১৯ জন


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০১৯ ২১:০৮

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:৩১

ছবি: অসুস্থদের মধ্যে ক’জন

গতকাল বিজয় দিবসে বিরিয়ানি খেয়ে ১৯ জন অসুস্থ হওয়ার মতো ঘটনা ঘটেছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি  করা হয়েছে। দোহার উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে এ খাবার বিতরণ করা হয়েছিল। খাবার খেয়ে একে এতে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। 

অসুস্থদের মধ্যে কয়েকজন হলেন, মঞ্জু (৫৫), বেবি আক্তার (৪৫), নুরুল ইসলাম (৬০), কাদের (৬০), শিফাত জিয়া উদ্দিন (১২), নাফিজা আক্তার (৫৭), শামসুল ইসলাম খোকন (৭১), রোকেয়া (৭০), নাসিমা (৩৫), মাফুজ (৬৫), হ্যাপি (৬৫)। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top