রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


মেয়ে নিয়ে বাসায় আড্ডা, মানা করায় বাবার পিঠে ছুরি!


প্রকাশিত:
১ মে ২০২৪ ২১:৫১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:০৭

 ছবি:সংগৃহিত

রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১ মে) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম খলিফাকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের প্রতিবেশী পিয়ারা বেগম বলেন, ইব্রাহিমের ছেলে ইসমাইল খলিফা (৩০) কোনো কাজ করেন না। তিনি ইয়াবা সেবন করেন। মাদকাসক্ত হওয়ায় তিনটি বিয়ে করেও ছাড়াছাড়ি হয়ে গেছে।

তিনি আরও বলেন, পাশের বাসার এক বিবাহিত মেয়েকে নিয়ে বাসায় আড্ডা দেন ইসমাইল। এ ঘটনায় মেয়েটির মা এসে তার বাবাকে বিচার দেয়। ছেলের এমন কাণ্ডে প্রতিবাদ করেন ইব্রাহিম। এ নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে ইসমাইল তার বাবার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ছেলের ছুরিকাঘাতে আহত ইব্রাহিমের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

ইব্রাহিম মালয়েশিয়ায় থাকতেন। গেল রমজান মাসে তার স্ত্রী মারা গেলে বাংলাদেশে আসেন। ধোলাইপাড়ে নিজ বাড়িতেই পরিবার নিয়ে থাকেন।

 

 

 

আরপি/আআ


বিষয়: ঢাকা


আপনার মূল্যবান মতামত দিন:

Top