রাজশাহী বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল পারাবাত এক্সপ্রেসের পাওয়ারকার


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২০ ২২:৫১

আপডেট:
১৪ মে ২০২৫ ০৮:৫৪

ছবি: সংগৃহীত

 

ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে থামার পরই পাওয়ারকারটিতে আগুন লাগে।

পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. শোয়েব সমকালকে বলেন, সকালে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে এসে পৌঁছার পরপরই পাওয়ারকারে আগুন লাগে।

এ সময় স্টেশনের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চেষ্টা চালিয়ে সকাল ৯টা ৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পাওয়ারকারটি রেখে ট্রেনটি সিলেটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি আরও জানান, এ ঘটনায় পাওয়ারকার ছাড়া ট্রেনটির অন্য কোনো বগির ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top