রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


ফুলপুরে তিন ভাইয়ের ৪ মেয়ে একসঙ্গে নিখোঁজ


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১২

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৮:১৫

ছবি: প্রতীকী

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় তিন ভাইয়ের ৪ মেয়ে একসঙ্গে নিখোঁজ হয়েছে। উপজেলার পূর্ব বাখাই গ্রামের চার ছাত্রী গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিখোঁজরা হল ওই গ্রামের মিজানুর রহমান মেয়ে ফুলপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা খাতুন (২১) ও বাট্টা কওমি মাদ্রাসার ছাত্রী সুমাইয়া খাতুন (১৩),মিজানুর রহমানের ভাই তাজুল ইসলামের মেয়ে সানজিদা খাতুন (১৯) এবং নিজাম উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত ইশাত (২০)।

আরোও পড়ুন: রাজশাহীতে রাস্তার পাশে পাওয়া গেল রক্তাক্ত কাটা পা

জানা গেছে, ফুলপুর ইউনিয়নের পূর্ব বাখাই গ্রামের কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া চারজন চাচাত জেঠাত বোন শনিবার সকালে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে ২ জন অভিভাবক সোমবার ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, সিনিয়র এএসপি দীপক চন্দ্র মজুমদার, ওসি ইমারত হোসেন গাজী, ওসি (ডিবি) শাহ কামাল আকন্দ, ওসি তদন্ত মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল তদন্ত করেছেন।

 

 

আরপি/এমএইচ


বিষয়: ময়মনসিংহ


আপনার মূল্যবান মতামত দিন:

Top