রাজশাহী রবিবার, ২৫শে মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২


রাজধানীতে দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার


প্রকাশিত:
৭ মার্চ ২০২০ ২২:৪৬

আপডেট:
২৫ মে ২০২৫ ১০:০০

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খিলগাঁও গোড়ানের ৩৯৭ নম্বর বাড়ি থেকে দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়। তাদের মাকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত দুই শিশুর নাম জান্নাত (১২) ও আলভী (৭)। মায়ের নাম পপি। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও বটি উদ্ধার করেছে পুলিশ।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা ওই বাসা থেকে দুটি শিশুর লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থল থেকেই শিশুদের মাকে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শিশু দুটিকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করছিলেন মা।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top