রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


২৫ মার্চ রাতে ১ মিনিট আলো নিভিয়ে সারাদেশে ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে; স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
১২ মার্চ ২০২০ ০০:৩৮

আপডেট:
১৩ মে ২০২৫ ১১:৩৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাত ৯টায় এক মিনিটের জন্য সারাদেশের আলো নিভিয়ে ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে। আজ বুধবার স্বাধীনতা দিবসে পালন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন।

আগামী ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সাভার স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে। সীমিত আকারে অনুষ্ঠান পালন করা হবে বলেও জানান তিনি।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top