রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


জলকামান দিয়ে স্যানিটাইজার ছেটাবে ডিএমপি


প্রকাশিত:
২৫ মার্চ ২০২০ ১৬:১৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:১১

করোনাভাইরাস রোধে যেকোনো অনাকাঙ্ক্ষিত সমাগম ও দাঙ্গা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহৃত জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছেটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার করে ছেটানো হবে। গত মঙ্গলবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশে এ পর্যন্ত মোট ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৫ জন।

 

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top